• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাবুলে আবারও বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৮, ২২:৩০
ফাইল ফটো

বুধবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটি কর্মকর্তারা।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই বিস্ফোরণটি ছিল মূলত গাড়ি বোমা। এই হামলায় ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান জি-ফোর-এসকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী নাসরাত রাহিমী বলেন, হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি।

এদিকে কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, অন্তত ৬ জন গুরুতর আহত ব্যক্তিকে হামলার স্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানাতে পারেননি তিনি।

বিস্ফোরণের আগে ওই এলাকায় গুলির শব্দ পাওয়া যায়। এ সম্পর্কে বসির বলেন, প্রথম দিকে গুলির আওয়াজ পাওয়া গেছে কিন্তু কিছুক্ষণ পরই সেটা থেমে যায়।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েকদিন ধরে তালেবান ও আইএস আফগানিস্তানে বেশ সক্রিয় হয়ে উঠেছে। এজন্য ধারণা করা হচ্ছে, এই দুটি গ্রুপের কোনও একটি বিস্ফোরণ ঘটিয়েছে।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh