• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরব-ট্রাম্পের সম্পর্ক তদন্ত করবে হাউজ অব রেপ্রেজেন্টেটিভস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ নভেম্বর ২০১৮, ২১:০৩
ফাইল ফটো

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তদন্ত করবে দেশটির সংসদের নিম্নকক্ষ হাউজ অব রেপ্রিজেন্টেটিভসের ‘ইউএস হাউজ ইন্টেলিজেন্স কমিটি’।

এই কমিটির প্রধানের দায়িত্বে থাকতে পারেন ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য অ্যাডাম স্কিফ। তিনি নিজেই শুক্রবার এই তদন্তের কথা জানান বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প বিশেষ কোনও পদক্ষেপ না নেয়ায় দেশটির সঙ্গে তার সম্পর্ক তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

স্কিফ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, খাশোগি হত্যা এবং ইয়েমেনে চলমান যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ, সৌদি রাজপরিবারের স্থিতিশীলতা এবং সমালোচক ও গণমাধ্যমের প্রতি সৌদি সরকারের আচরণ তদন্ত করবে এই কমিটি।

তিনি বলেন, আমরা অবশ্যই খাশোগি হত্যা গভীরভাবে অনুসন্ধান করবো। গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ড সম্পর্কে যা জানে, আমরা তা পরীক্ষা করে দেখতে চাই।

এই বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

ইউএস হাউজ ইন্টেলিজেন্স কমিটি সদস্যের মধ্যে সবচেয়ে সিনিয়র হলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা স্কিফ। তাই আগামী জানুয়ারিতে দলটি যখন হাউজ অব রেপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেবে, তখন তার এই কমিটির প্রধান হওয়ার সম্ভাবনা বেশি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করে নিখোঁজ হন খাশোগি। এরপর তুরস্ক দাবি করে তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে। সৌদি আরব প্রথমে অস্বীকার করলেও পরে হত্যার কথা স্বীকার করে। তবে এখনও খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh