• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় ৮৪ টাকায় বিমান ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৮, ২৩:০৭

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে গ্রাহকদের দারুণ এক অফার দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক টাইগারএয়ার নামের এয়ারলাইন। এই অফারের আওতায় ফিরতি টিকিট হিসেবে মাত্র ১ ডলার বা ৮৪ টাকা দিয়ে বিমান ভ্রমণ করা যাবে। শুধু অস্ট্রেলিয়ার মধ্যেই এ সুযোগটি প্রযোজ্য।

এতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। আর গোল্ড কোস্টে, ব্রিসবেনে, মেলবোর্নে ও কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১ দশমিক ৯৫, ৭৯ দশমিক ৯৫, ৮৩ দশমিক ৯৫ ও ১৪৪ দশমিক ৯৫ ডলার করে।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই অফার দেয়া হচ্ছে। ইতোমধ্যে এডিলেড, হুইটসানডেইজ এবং পার্থ- এর বরাদ্দকৃত ফিরতি টিকিট শেষ হয়ে গেছে।

স্থানীয় সময় বুধবার সকালে এই অফার চালু হয় এবং শুক্রবার দুপুর ১২টায় অফারের মেয়াদ শেষ হবে বলে জানানো হয়।

কেনাকাটার জন্য ব্ল্যাক ফ্রাইডে ধারণাটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই দিনে মূলত ছাড়ের মাধ্যমে পণ্য ক্রয় করা যায়। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ব্ল্যাক ফ্রাইডে খুবই জনপ্রিয়।

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আন্তর্জাতিকভাবে বুকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপিডিয়া ৫০ শতাংশ ছাড়ে টিকিট বিক্রি করছে। এছাড়া প্রতিষ্ঠানটির অ্যাপের সাহায্যে বুকিং করলে অস্ট্রেলিয়ার নাগরিকরা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন।

আরও পড়ুন :

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
X
Fresh