• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে লাইভ প্রোগ্রামে প্রেজেন্টারের হার্ট অ্যাটাক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৮, ২২:৩৮

তুরস্কের এক টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এক প্রেজেন্টার। মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ওই প্রেজেন্টারের নাম সুকরু ওতান।

মেইল অনলাইনের ওই প্রতিবেদনে বলা হয়, সুকরু ওতানের কিছুদিন আগেই হার্টে সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা জানিয়েছিলেন, তার হার্টবিট নিয়মিত নয়। এ কারণে ১০ দিন আগে পেসমেকারও লাগানো হয়।

লাইভ প্রোগ্রামে তুরস্কের প্রথম বিভাগের একটি ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন ওতান। এ সময় স্টুডিওতে ছিলেন একজন অতিথি। প্রোগ্রাম শুরু হওয়ার পর হার্ট অ্যাটাকে চেয়ার থেকে মেঝেতে পড়ে যান তিনি।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ওতান শুরুতে নুয়ে পড়েন এবং কিছুক্ষণ পর চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। এ সময় পাশে থাকা অতিথি তাকে ধরতে উঠে আসেন।

এক বিবৃতিতে টিভি চ্যানেলটি জানায়, সম্প্রচারের সময় সুকরু ওতান অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনা সম্পর্কে এক মুখপাত্র বলেন, তাকে তখনই হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল।

ওতানের সহকর্মীরা জানিয়েছেন, প্রথম অসুস্থ হওয়ার পর কিছুদিন বিশ্রামে ছিলেন ওতান। এরপর নিজেই জানান তিনি কাজ করতে পারবেন। ফলে আবারও উপস্থাপনায় দেয়া হয় তাকে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
X
Fresh