• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ১১, হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫২

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের স্টেট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, সোমালি বংশোদ্ভূত সন্দেহভাজন মার্কিন তরুণের নাম আব্দুল রাজাক আলি আর্তান। ১৮ বছরের তরুণ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাম্পাসের ওয়াটস হল ভবনের কাছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দিকে গাড়ি নিয়ে জোরে ছুটে আসে আর্তান। গাড়ি থেকে নেমেই ছুরি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

এদিকে হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা করছেন কলম্বাস পুলিশ প্রধান কিম জ্যাকবস। আসলেই জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।


এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh