• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাবায় জাতীয় পতাকাসহ ছবি তোলায় আটক ‍দুই ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর ২০১৮, ১৭:১৮
ছবি: জিনিউজ

ভারতের গুজরাটের ইমতিয়াজ আলি সৈয়দ তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মক্কায় যান ওমরাহ হজ করতে। কাবা চত্বরে তিনি ছেলে উজিরের সঙ্গে ভারতের জাতীয় পতাকাসহ ছবি তোলেন। এরপর তাদের আটক করে সৌদি পুলিশ।

গত শুক্রবারের এই ঘটনায় বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গুজরাটের ভদোদরার সরফরাজ পার্ক এলাকার বাসিন্দা ইমতিয়াজের স্ত্রী ও সন্তান। তারা যোগাযোগ করেন সৌদিতে থাকা এক আত্মীয়ের সঙ্গে। পরে খবর পৌঁছায় জেদ্দায় ভারতীয় দূতাবাসে।

ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের তৎপরতায় শনিবার তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিনিউজ।

পরে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, কাবা চত্বরে কোনও দেশের জাতীয় পতাকা দেখানো নিষিদ্ধ। দূতাবাসের কর্মকর্তারা ইমতিয়াজ ও তার ছেলে উজিরের সঙ্গে কথা বলেছেন। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

এই ঘটনায় ইমতিয়াজের ভাই ফাইয়াজ আলি সৈয়দ জানান, ভারতীয় জাতীয় পতাকাসহ ছবি তোলার জন্য তাদেরকে আটক করা হয়। সৌদি আরবে কোনও দেশের জাতীয় পতাকা নিয়ে যাওয়া নিষিদ্ধ নয়। তবে ছবি তোলার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
X
Fresh