• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চীনে বিদেশি সন্ত্রাসী গ্রুপে সম্পৃক্ত মুসলিমদের আত্মসমর্পণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৮, ২২:২৫
ছবি: আল জাজিরা

চীনের জিনজিয়াং অঞ্চলে হামি শহরের বিদেশি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ‘উগ্রপন্থী, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও রক্ষণশীল মুসলিমদেরকে’ আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে হামি শহর কর্তৃপক্ষের একটি নোটিশে বরাত দিয়ে একথা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, যারা ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে নিজেদের অপরাধের কথা স্বীকার করবে, তাদের প্রতি সহানুভূতি দেখানো হবে। এমনও হতে পারে যে আত্মসমর্পণকারীদেরকে কোনও শাস্তির মুখোমুখি হতে হবে না।

সাম্প্রতিক মাসগুলোতে জিনজিয়াং অঞ্চলে বসবাসরত মুসলিম উইঘুর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে গণহারে গ্রেপ্তার করায় চীনা সরকারের সমালোচনা করছে সারাবিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা।

কিন্তু চীনা কর্তৃপক্ষ এই সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, তারা এসব সংখ্যালঘুদের ধর্ম ও সংস্কৃতিকে সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপগুলোই নেয়া হয়েছে। এই অঞ্চলে সহিংসতা সৃষ্টিকারী উগ্রপন্থীদের দমন করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
রাজধানীতে চীনের মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
X
Fresh