• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঞ্জাবে ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৪
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব সরকার জঙ্গি অনুপ্রবেশের খবরে দুদিন আগেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছিল। কিন্তু তারপরও রোববার এক ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে রাজাসংসী গ্রামের নিরঙ্কারি ভবনে প্রার্থনার জন্য জমা হয়েছিলেন নিরঙ্কারি সম্প্রদায়ের কয়েকশ সদস্য। বেলা ১২টার দিকে মোটরবাইকে এসে তাদের দিকে গ্রেনেড ছোড়ে মুখোশধারী দুই ব্যক্তি।

ওই হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরও ২০ জন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। এই হামলার পেছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদদপুষ্ট খলিস্তানি বা কাশ্মীরি জঙ্গি সংগঠনের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।

তবে এখনও পর্যন্ত ওই বোমা হামলার নেপথ্যে কোনও কারণ বা কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

এদিকে ওই ঘটনার পরে দিল্লিসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh