• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের ওপর হামলা ‘রুখতে’ মিয়ানমারে কফি আনান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ নভেম্বর ২০১৬, ১৪:৪০

বৌদ্ধ-মুসলিম সম্পর্ক উন্নয়নের চেষ্টায় মিয়ানমার গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। দেশটির সেনাবাহিনীর চলমান দমন-পীড়নে ৪শ’ ১৭ জন রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন লাগানোর অভিযোগ তদন্তে এবং হাজার হাজার রোহিঙ্গা মুসলমান ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসার প্রেক্ষাপটে তার এ সফর।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের গঠন করা নতুন কমিশনে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির আগ্রহে নেতৃত্ব দিচ্ছেন আনান।

সফরের পর রাখাইন রাজ্যের চলমান সঙ্কট নিরসনের উপায় এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সরকারকে পরামর্শ দেবেন জাতিসংঘের সাবেক প্রধান।

গেলো আগস্টে কফি আনান অ্যাডভাইজারি কমিশন প্রধানের দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

আনানের নেতৃত্ব ভালোভাবে নেয়নি বৌদ্ধরা। তার এ সফর কতোটা সফল হবে এ নিয়ে শঙ্কায় অনেকেই।

এম / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh