• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মধ্য আফ্রিকার শরণার্থী শিবিরে হামলায় নিহত ৪২, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৮, ১১:৩২

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি শরণার্থী শিবিরে দুর্বৃত্তদের হামলায় ৪২ জন নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো গুরুতর আহত বলে জানিয়েছে আল জাজিরা।

জানা গেছে, ক্যাথলিক মিশন পরিচালিত শিবিরে এ হামলা চালানো হয়। এই শরণার্থী শিবিরে প্রায় ২০ হাজার মানুষ অবস্থান করছিলেন। এটা আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার দূরে আলিন্দো শহরে অবস্থিত।

অঞ্চলটিতে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে জানানো হয়, হামলাকারীরা একটি গীর্জা পুড়িয়ে দেয়। এছাড়া হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে।

হামলা সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি এতিয়েন গদেনাহা বলেন, আমরা এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ পেয়েছি। বাকিদের জন্য সন্ধান চলছে। ক্যাম্পটি পুড়িয়ে দেয়া হয়েছে। এখানে থাকা লোকজন বিভিন্ন বিভিন্ন ঝোপ-ঝাড়ে আশ্রয় নিয়েছে এবং কেউ কেউ অন্য শরণার্থী ক্যাম্পগুলোতে চলে গেছে।

এদিকে একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনায় ৪০ জন মারা গেছে। অন্যদিকে এক যাজকসহ ৩৭ জনের মৃতুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।

আরও পড়ুন :

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
X
Fresh