• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় কেড়ে নিলো ৮ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৮, ১৮:০১
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে শক্তিশালী তুষারঝড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ কারণে ওই এলাকায় প্রায় দুই লাখ মানুষ বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সিএনএন জানিয়েছে, বৃষ্টি, তুষার ও বরফের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় এই ৮ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিয়ানার মিয়ামি কাউন্টিতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান। এদিন ওহিওর ক্যান্টনে একজন এবং ম্যারিল্যান্ডে আরেকজন মারা যান।

গত বুধবার আলাবামার হান্টসভিলে থেকে মিসিসিপির টিউনিকা যাওয়ার পথে একটি ট্যুর বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়লে দুজন নিহত এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছেন মিসিসিপি হাইওয়ে পেট্রোল পুলিশের সার্জেন্ট জোসেফ মিলার।

এদিকে আরকানসাস হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, সেখানকার বরফাচ্ছন্ন সড়কে আলাদা দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার শক্তিশালী এই তুষারঝড় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দক্ষিণ দিক থেকে মধ্য-পশ্চিম অঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে বয়ে যায়। ইতোমধ্যে স্থানীয় স্কুলগুলো বন্ধ এবং কয়েকশ’ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

পাওয়ারআউটেজ ডট ইউএসের মতে, প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর অঞ্চলের প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ এই তুষারঝড় শেষ হতে পারে। কিন্তু ঝড়ো বাতাস এবং উপকূলীয় বন্যা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে আগামী রোববারের মধ্যে আবারও গ্রেট লেক থেকে এই অঞ্চলের দিকে ধেয়ে আসা ঠাণ্ডা বাতাস তুষারপাত ঘটাতে পারে।

আরও পড়ুন :

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
X
Fresh