• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্র-কিউবা চুক্তি ভেঙে দেবেন ট্রাম্প

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৬, ০৯:২১

কিউবার সঙ্গে দীর্ঘদিনের বৈরি সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়ার পরিকল্পনা নিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু সে পথে হাঁটবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সই করা চুক্তি বাতিল করবেন বলে জানিয়ে দিলেন তিনি।

সোমবার টুইটবার্তায় ট্রাম্প জানান, কিউবা যদি তার দেশের জনগণ, কিউবান-আমেরিকান নাগরিক এবং যুক্তরাষ্ট্রের জন্য আরো ভালো কোন চুক্তি না করে, তাহলে কিউবা-যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করা হবে।

কিউবার জনগণ তাদের নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে এক সপ্তাহ শোক পালন করছেন। ঠিক সে সময়েই ট্রাম্প এ বার্তা দিলেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প কিউবার সঙ্গে ওবামার নীতির বিরোধী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এ টুইটারবার্তা তার পূর্ভাবাস বলে মনে করছেন অনেকেই। আর তাই ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পরে ট্রাম্পের ভূমিকা বিষয়ে উদ্বিগ্ন কিউবাবাসী।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh