• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু ১৮ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর ২০১৮, ১৭:১২
ছবি: ভারতের গণমাধ্যম ‘এনডিটিভি’

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে ভারতীয় ও রুশ সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া আগামী ১৮ নভেম্বর শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। রাশিয়ার পঞ্চম সেনাবাহিনী এবং ভারতের একটি পদাতিক ব্যাটালিয়ন ১১ দিনের এই মহড়ায় অংশগ্রহণ করবে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম ‘এনডিটিভি’।

তিনি বলেন, বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হবে ‘মহড়া ইন্দ্রা ২০১৮’। জাতিসংঘের অধীনে বিদ্রোহ দমনের কসরত হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো উভয় দেশের সেনাবাহিনীর যৌথ পরিকল্পনা বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতা করার মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানো।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh