• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে শিগগিরই পাউরুটি-কেকের দাম বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ নভেম্বর ২০১৮, ১৮:২৫
ছবি: ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। নিঃশব্দে দাম বাড়ছে অটো এলপিজিরও। অন্যদিকে রান্নার গ্যাসের দাম বাড়ছে। সবমিলিয়ে নাজেহাল দেশটির মধ্যবিত্ত মানুষ। তার ওপর এবার পাউরুটি ও কেকের দামও বাড়বে।

সোমবার ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ জানায়, পাউন্ড প্রতি তিন থেকে চার টাকা পর্যন্ত পাউরুটির দাম বাড়ানো হবে। পাশাপাশি কেকেরও দাম বাড়ানো হবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

গণমাধ্যমটি জানায়, কাঁচামালের দাম বেড়েছে। তাই দাম বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পেট্রোল, ডিজেলের দাম বাড়ার ফলে ইতোমধ্যে ময়দা ও চিনির দাম বেড়েছে। এরই জেরে বেকারি পণ্যের দামও বাড়বে।

আরও জানায়, বিভিন্ন বেকারি কারখানার মালিকরা জানিয়েছেন যে, দাম না বাড়লে এর সঙ্গে সম্পৃক্ত মানুষেরা সমস্যায় পড়বে। পাশাপাশি গুণগত মান ঠিক রাখাও সম্ভব হবে না। তাই দাম বাড়ানো অনিবার্য হয়ে পড়েছে।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
স্বর্ণের দাম আরও কমলো
X
Fresh