• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গায়ানায় উড়োজাহাজ জরুরি অবতরণে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

গায়ানা বিমানবন্দরে একটি উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছে। এতে সব মিলিয়ে ১২৬ জন আরোহী ছিল। এদের বেশিরভাগই কানাডার নাগরিক।

গালফ নিউজ জানিয়েছে, শুক্রবার গায়ানার রাজধানী জর্জটাউনে জরুরি অবতরণ করে এই বিমান। এ সময় বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। গালফ নিউজ এটাকে ‘বিশৃঙ্খল’ অবতরণ হিসেবে বর্ণনা করেছে।

ফ্লাই জ্যামাইকা এয়ারওয়েজের এই বিমানটি কানাডার টরেন্টোর উদ্দেশে যাত্রা করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই এতে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। ফলে সেটি আবারও ফেরত আসে এবং জরুরি অবতরণ করে।

এ সম্পর্কে গায়ানার পরিবহন মন্ত্রী ডেভিড পেটারসন বলেন, জরুরি অবতরণের সময় বিমানটি কাত হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি উড়োজাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।