• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৮, ১১:৩৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। এছাড়া ২০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে দাবানলে এত মানুষ মারা যায় ১৯৩৩ সালে। তখন ৩১ জন মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে আসে। এটা লস এঞ্জেলসের গ্রিফিথ পার্ক বিপর্যয় হিসেবে পরিচিত।

জানা গেছে, দাবানলের কারণে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ২ লাখ ৫০ হাজার মানুষকে সরে যেতে হয়েছে। এক্ষেত্রে সহায়তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দাবানল এলাকায় বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এটা আরও বেশি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এই বিপর্যয়কে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে।

বড় বিপর্যয় ঘোষিত হলে জরুরি সহায়তার পরিমাণ বাড়বে। ফলে বিপর্যয় সামাল দেয়া কিছুটা হলেও সহজ হবে।

অবশ্য আগের দিন ক্যালিফোর্নিয়ার জরুরি সহায়তা কমিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, বাজে বন ব্যবস্থার কারণেই দাবানল এই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ কারণে তিনি জরুরি সাহায্য কমিয়ে দিতে পারেন।

আরও পড়ুন :

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh