• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিজোরামে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ নভেম্বর ২০১৮, ০৮:৫১
প্রতীকী ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ওই ভূমিকম্প আঘাত করেছে। খবর এনডিটিভির।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার। তারা বলছে, মিজোরাম ছাড়াও আসাম ও মণিরামপুরেও কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, এর কেন্দ্রস্থল ছিল রাজ্যের চাম্পাই জেলায়। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এই জেলাটি মিজোরামের রাজধানী আইজল থেকে ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্প মিজোরামের রাজধানী আইজলেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সেখানকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

রাজ্যের পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh