• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ নভেম্বর ২০১৮, ২০:৪৪
ছবি: ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের বাইরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার সাহাফি হোটেলে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া। একজন সোমালি পুলিশ কর্মকর্তা বলেন, হোটেলটির বাইরে তিনটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

আলি নূর নামের একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ১৭ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। বোমাগুলো বিস্ফোরণের সময় তারা একটি পাবলিক পরিবহনে ছিলেন। এই ঘটনায় মৃতের সংখ্যা অবশ্যই আরও বাড়বে।

বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলি ছোড়ার ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও’র বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখনও কেউ বা কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ক্যাপ্টেন মোহাম্মেদ হুসেইন বলেন, সোমালি পুলিশ ফোর্সের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট সংলগ্ন সড়কেই অবস্থিত এই সাহাফি হোটেল।

উল্লেখ্য, অনেকদিন ধরেই দেশটির বর্তমান সরকারের পতন ঘটাতে রাজধানীতে একের পর এক হামলা চালিয়ে আসছে সশস্ত্র আল-শাবাব গোষ্ঠী।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh