• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গায়ানায় বিমানের জরুরি অবতরণ, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ নভেম্বর ২০১৮, ১৮:৫৯
ছবি: কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ

গায়ানা থেকে কানাডার টরোন্টোর উদ্দেশে উড্ডয়নের পর একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এসময় ৬ জন যাত্রী আহত হন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে এয়ারলাইন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ১২০ যাত্রী এবং ৮ ক্রু সদস্য নিয়ে গায়ানার রাজধানী জর্জটাউনের নিকটবর্তী চেড্ডি জগন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানটি।

বিমানবন্দরের কর্মকর্তাদের মতে, উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই বিমানটিতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। পরবর্তীতে এটিকে চেড্ডি জগনে ফিরতে বাধ্য করা হয় এবং সেখানে জরুরি অবতরণ করে।

দেশটির একজন সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
প্রতিরক্ষা ভেদ করে ইরানের হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি
ইরানের হামলার মুখে পিটারসেনদের বিমানের পথ-বদল
X
Fresh