• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাথটাবে মিলল ৬ ফুটের কুমির!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৭

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরে বুধবার এক ব্যক্তির বাথটাব থেকে বড় একটি কুমির উদ্ধার করা হয়েছে। শন ক্যাসি নামের ওই ভাড়াটিয়াকে উচ্ছেদের সময় ওই কুমির খুঁজে পান বাড়ির মালিক। পরে সেটিকে উদ্ধারে শহরের প্রাণী নিয়ন্ত্রণ কর্মীদের ডেকে পাঠানো হয়। খবর কেসিটিভিফাইভের।

ঘটনাস্থলে গিয়ে প্রাণী নিয়ন্ত্রণ কর্মীরা একটি গরম টাবের ভেতর ওই কুমিরটি দেখতে পান। এসময় তারা দুটি অজগর এবং একটি খরগোশও খুঁজে পান। তবে কুমিরটির মালিক ১৫০ পাউন্ড ওজনের ওই সরীসৃপকে ‘কুকুরের মতো নম্র’ বলে বর্ণনা করেছেন।

খবরে বলা হয়েছে, একজন বিশেষজ্ঞ প্রায় ছয় ফুট (১.৮ মিটার) লম্বা ওই কুমিরটি সরিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

ভাড়াটিয়া শন ক্যাসি বলেছেন, তিনি চার বছর ধরে ওই কুমিরটিকে নিজের কাছে রেখেছেন এবং এটির নাম দিয়েছেন ক্যাটফিশ। তিনি এই সরীসৃপটিকে ‘একটি বড় আদরযোগ্য টিকটিকি’ বলে বর্ণনা করেছেন।

শহরের নেইবারহুড অ্যান্ড হাউজিং সার্ভিসেস ডিপার্টমেন্ট জানিয়েছে, কানসাস শহরে বাড়ির মালিক কুমির রাখার অনুমতি নেই।

কুমিরটিকে ধরছেন একজন বিশেষজ্ঞ (ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া)

আপাতত ক্যাটফিশকে গ্রিনউডের কাছাকাছি মানকি আইল্যান্ড রেসকিউ অ্যান্ড সেঙ্কচুয়ারিতে রাখা হয়েছে। আর সাপ দুটি ও খরগোশকে একটি প্রাণি আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
পুকুরে অবরুদ্ধ কুমির ৩৫ বছর পর উদ্ধার 
X
Fresh