• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বরিশালের আবুল খান আবারও বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৮, ২০:২৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে আবারও বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি আবুল খান। এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ‘স্টেট রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল। দলটির হয়ে ডিস্ট্রিক্ট-টোয়েন্টি থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

রিপাবলিকান দলে একমাত্র বাংলাদেশি হিসেবে আবুল খান বেশ উচ্চপর্যায়ে রয়েছেন। এছাড়া রিপাবলিকানদের হয়ে তিনিই একমাত্র নির্বাচিত বাংলাদেশি।

জানা গেছে, আবুল খানের বাড়ি বরিশালের ভান্ডারিয়ায়। মঙ্গলবার রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর আবুল খান বলেন, “সকলের দোয়া চাই মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ওঠার জন্য।”

তিনি আরও বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতেও আমি বদ্ধ পরিকর।

আরও পড়ুন :

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh