• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের অগ্নিপরীক্ষার ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৮, ১০:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর গত দুই বছর দেশ কেমন চালালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণ আজ সেই রায় দেবে। খবর আল-জাজিরার।

আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকপক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসের ৪৩৫টি আসনের সবগুলো, সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং ৩৯টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মতামত জরিপে বলা হচ্ছে, কংগ্রেসের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকা ট্রাম্পের রিপাবলিকান দলের নিম্নকক্ষ হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। হাতছাড়া হতে পারেও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও। কেননা সেখানে ডেমোক্রেটদের চেয়ে মাত্র দুই আসনে এগিয়ে রয়েছে রিপাবলিকান দল। যদিও জরিপের হিসাব মতে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের উভয়কক্ষ বা একটিতেও নিয়ন্ত্রণ হারালে চাপে পড়বেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের আজকের নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন বলে স্বীকার করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। কেননা আজকের নির্বাচন সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের রাজনীতির গতিপথ পরিবর্তন করে দিতে পারে।

এই নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপকভাবে অভিবাসীদের আক্রমণ ও বর্ণবাদী মন্তব্য করেছেন। আর এর জেরে নিজের দলের ভেতর থেকেই সমালোচিত হয়েছেন তিনি।

প্রথমবার ভোটার হয়েছেন এমন একজন অভিবাসী বলেন, আমার এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে।

আরেকজন বলেন, অবশেষে আমি এই দেশের অংশ হতে পেরেছি।

অপর আরেক অভিবাসী ভোটার বলেছেন, ট্রাম্প আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন না।

প্রথমবার আবর অঞ্চল থেকে আগত একজন অভিবাসী নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, একজন আরব-আমেরিকান হিসেবে কণ্ঠস্বর থাকাটা, খুবই বিশেষ।

ভোটাভুটি শুরু ও শেষ হবে কখন?

প্রথম ভোটাভুটি শুরু হবে ভারমন্টে। সেখানে স্থানীয় সময় ভোর ৫টা থেকে ভোট দিতে পারবেন মানুষজন। পূর্ব উপকূলীয় অন্যান্য অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা এবং ৭টার মধ্যে ভোটাভুটি শুরু হবে। অধিকাংশ স্থানেই ভোটকেন্দ্র প্রায় ১২ ঘণ্টা খোলা থাকবে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh