• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শরণার্থীদের লাথি মারা হাঙ্গেরির সাংবাদিকের সাজা মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ অক্টোবর ২০১৮, ২৩:২৭
শরণার্থীদের পা দিয়ে ফেলে দিচ্ছেন পেট্রা লাজলো

হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্তে শরণার্থীদের লাথি মেরে বরখাস্ত হওয় নারী সাংবাদিক পেট্রা লাজলোর শাস্তি মওকুফ করেছেন হাঙ্গেরির সর্বোচ্চ আদালত। ওই ঘটনার কারণে হাঙ্গেরির একটি নিম্ন আদালত ২০১৬ সালে সাংবাদিক লাজলোকে তিন বছর সত্যতা প্রমাণিকরণ দণ্ডে দণ্ডিত করেছিলেন। খবর বিবিসির।

মঙ্গলবার লাজলোর সাজা মওকুফ করে হাঙ্গেরির সর্বোচ্চ আদালত বলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নয় বরং অপকর্মের অভিযোগ আনা উচিত ছিল।

আদালত বলেন, তার এই কাজ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের আকর্ষণের কারণ হয়েছিল- তা ‘নৈতিকভাবে ভুল এবং অবৈধ ছিল’। আদালত আরও বলেন, তিনি যা করেছেন তার জন্য তাকে অপরাধী হিসেবে শ্রেণিভুক্ত করার জন্য যথেষ্ট নয়।

২০১৫ সালের ৯ সেপ্টেম্বর হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্ত এলাকায় শরণার্থীদের পা দিয়ে ও লাথি মেরে ফেলে দেন এন ওয়ান টিভির ক্যামেরাওমেন লাজলো। এই ঘটনার পরপরই হাঙ্গেরির বিরোধী দলের দুজন রাজনীতিক সাংবাদিক লাজলোর বিরুদ্ধে মামলা করেন। আর ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হলে সমালোচনার মুখে লাজলোকে চাকরিচ্যুত করা হয়।

ওইসময় বহু মানুষ মধ্যপ্রাচ্যে সহিংসতা থেকে বাঁচতে হাঙ্গেরির মতো দেশকে ব্যবহার করে পশ্চিম ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এন ওয়ান টিভি হাঙ্গেরির কট্টরবাদী জবিক পার্টির সমর্থক।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
রোহিঙ্গা খাতে দেশের বার্ষিক খরচ ১২০ কোটি টাকা : দুর্যোগ প্রতিমন্ত্রী
X
Fresh