• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক-পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৮, ০৯:২৯
মাওবাদীদের আক্রমণ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ভারতে সন্ত্রাসীদের আক্রমণে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের একজন ক্যামেরাম্যান ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছত্রিশগড়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ হামলায় মাওবাদী বিদ্রোহীদের অভিযুক্ত করা হচ্ছে।

হামলা সম্পর্কে সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশের সহকারী মহাপরিদর্শক সুন্দর রাজ জানান, আজ আমাদের টহল দল নকশালবাদীদের আক্রমণের শিকার হয়। এতে আরও দুজন পুলিশ সদস্য আহত হন বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে দেশটির সেন্ট্রাল পার্লামেন্টারি ফোর্সের একটি গাড়ি মাওবাদীদের আক্রমণের শিকার হয়। এতে ৪ জন মারা যান। ওই ঘটনার একদিন পরই সাংবাদিক ও পুলিশ নিহত হলো।

আগামী মাসে ছত্রিশগড়ে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অবস্থা গণমাধ্যমে তুলে ধরতেই সেখানে যান দূরদর্শনের ওই ক্যামেরাম্যান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয়।

ছত্রিশগড় ভারতের খনিজ সমৃদ্ধ একটি অঞ্চল। গত প্রায় তিন দশক ধরে এখানে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকার এখানে খনিজ উত্তোলন করতে চাইলেও মাওবাদীরা এর বিরোধিতা করে আসছে।

বামপন্থী এই গেরিলা সংগঠনটির দাবি, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছেন তারা।

আরও পড়ুন :

ডি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh