• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাক্ষাৎকারে নারী সাংবাদিক ম্যাকগভার্নকে কী বলেছিলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ অক্টোবর ২০১৮, ১৮:৫০
ছবি: সংগৃহীত

বিবিসি ব্রেকফাস্ট প্রেজেন্টার স্টেফ ম্যাকগভার্ন জানিয়েছেন, ২০১২ সালে তিনি যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তখন ট্রাম্প তাকে ‘অনেক সুন্দরী’ বলে মন্তব্য করেন।

বিজনেস রিপোর্টার হিসেবে ট্রাম্পের সাক্ষাৎকার নিতে যান তিনি। এসময় ট্রাম্প এই মন্তব্য করেন। গত শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘বিবিসি ওয়ান’স হ্যাভ আই গট নিউজ ফর ইউ’ অনুষ্ঠানটি হোস্টিংয়ের সময় এসব কথা জানান ম্যাকগভার্ন।

তিনি বলেন, ট্রাম্প বলেছিলেন যে আমি এই রুম থেকে বের হতে চাই। তাহলে আমাকে আরও ভালো দেখাবে। আর আমি যদি এখন এখানে সাক্ষাৎকার দিই, তবে প্রত্যেকেই আপনার দিকে তাকিয়ে থাকবে। আমার কথা কেউ শুনবে না।

৩৬ বছর বয়সী নারী ঠাট্টা করে বলেন, ট্রাম্প ভেবেছিলেন এভাবে তিনি আমার সঙ্গে ভাব জমাতে পারবেন। তিনি ভেবেছিলেন নারী সাংবাদিক হিসেবে আমাকে ‘ওহ গত সপ্তাহে তোমার মোবাইল ফোন ইন্স্যুরেন্স সংক্রান্ত রিপোর্টটি দেখলাম’ বলার চেয়ে এটাই ভালো উপায়।

তিনি আরও বলেন, ট্রাম্পের এই মন্তব্য আমাকে নির্বিকার করে দিয়েছিল। তখন আমি তাকে বলেছিলাম আমি এখানেই ভালো শুনতে পারছি।

পরে সাক্ষাৎকার গ্রহণের সময় ম্যাকগভার্ন ধনকুবের ট্রাম্পকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন।

নিয়মিত দলপতি ইয়ান হিসলপ ও পল মার্টন এবং গেস্ট প্যানেলিস্টস রিচার্ড ওসমান এবং ব্রডকাস্টার ডেম জোয়ান বেকওয়েলের পাশাপাশি প্রথমবারের মতো ‘বিবিসি ওয়ান’স হ্যাভ আই গট নিউজ ফর ইউ’ অনুষ্ঠানটি হোস্ট করেন ম্যাকগভার্ন।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh