• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৮

মধ্য আমেরিকার দেশ এল সালভেদর ও নিকারাগুয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। হারিকেন ‘ওটটো’ আঘাত হানতে শুরু করার ঘণ্টাখানেকের মধ্যেই দেশ দু’টিতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ ভূকম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর দু’দেশের বিস্তৃত উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন ‘ওটটো’ প্রথম আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়া সংলগ্ন উপকূলে। এটি এখন পশ্চিমাঞ্চলের জনপদের দিকে ধেয়ে যাচ্ছে।

নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

এর আগে প্রলয়ঙ্করী হারিকেন ‘ওটটো’র প্রভাবে এল সালভেদরে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস। এক টুইটে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ক্যারিবিয়ান উপকূল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh