• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইথিওপিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৮, ২০:২৯

ইতিহাসে প্রথমবার নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইথিওপিয়ার সংসদ। শালওয়ার্ক জিউদা বৃহস্পতিবার পূর্ব আফ্রিকার এই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে পুরো আফ্রিকা জুড়ে তিনিই একমাত্র নারী প্রেসিডেন্ট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জিউদা বেশ অভিজ্ঞ একজন কূটনীতিক। তিনি এখনও আফ্রিকান ইউনিয়নে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে ইথিওপিয়ার দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পুরোদমে সংস্কার কাজ চলছে। কয়েকদিন আগে মন্ত্রিপরিষদে অর্ধেক নারী সদস্য রাখার ঘোষণা দেন তিনি। এর মাত্র এক সপ্তাহ পর প্রেসিডেন্ট হিসেবে এক নারীকে নির্বাচিত করা হলো।