• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে সবজি বাজারে বিমান হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ অক্টোবর ২০১৮, ১২:৫৬
ছবি: এনবিসি নিউজ

ইয়েমেনের একটি সবজি বাজারে বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

গত বুধবার দেশটির হোদাইদাহ প্রদেশের একটি শহরের সবজি বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাহা মুতাওয়াকিলের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ।

তিনি জানান, মরদেহগুলো এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে, মৃতরা পুরুষ নাকি নারী তা বোঝা যাচ্ছে না। আহতদের মধ্যে ৮ জানের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকির বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখছে এবং এটা পুরোপুরিভাবে তদন্ত করা হবে।

দেশটিতে ২০১৫ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হুতি গ্রুপকে লক্ষ্য করে বারবার বিমান হামলা চালাচ্ছে সৌদি নিয়ন্ত্রিত জোট।

এসব হামলায় ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এছাড়া ২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সৌদি জোট দাবি করে আসছে, তাদের লক্ষ্য বেসামরিক নাগরিক নয়।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পরিবারের ১৩ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল
ছয় শিশুসহ আরও ৯ জনকে হত্যা করল ইসরায়েল
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
X
Fresh