• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান মুসলিম লীগ (এন) প্রধান শাহবাজ শরীফ গ্রেপ্তার

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ অক্টোবর ২০১৮, ২১:২৪

হাউজিং কেলেঙ্কারির জন্য গ্রেপ্তার হয়েছেন নওয়াজপন্থী পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। ১ হাজার ৪০০ কোটি রূপি দুর্নীতির অভিযোগে শুক্রবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

৬৭ বছর বয়সী শাহবাজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই। শুক্রবার তার সম্পর্কে অনুসন্ধানে যায় এনএবি। এ সময় তদন্তকারীদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে।

শাহবাজের বিরুদ্ধে অভিযোগ, পাঞ্জাব প্রদেশের ক্ষমতায় থাকাকালীন সময়ে আইন ভেঙে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেন তিনি। এটা আশিয়ানা হাউজিং কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে।

শাহবাজকে গ্রেপ্তারের প্রসঙ্গে এনএবি-এর মুখপাত্র নওয়াজিস আলি আসিম দ্য ইকোনোমিক টাইমসকে বলেন, রিমান্ড আবেদনের জন্য শনিবারে সকালে তাকে অ্যাকাউন্টিবিলিটি আদালতে হাজির করা হবে। কোর্টে হাজির করার আগ পর্যন্ত এনএবি লাহোর অফিসে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।

ডন-এর বরাত দিয়ে ইকোনোমিক টাইমস আরও জানায়, ব্যক্তিগত গাড়ি থেকে আটক করার পর তার গাড়িটি পাঠিয়ে দেয় এনএবি কর্মকর্তারা। এসময় তার সাথে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও চলে যেতে বলা হয়।

শেহবাজকে নিয়ে যাওয়ার পর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অফিসের সামনে জড়ো হতে শুরু করেছে তার সমর্থকরা। শাহবাজ শরীফকে এমন সময় গ্রপ্তার করা হলো, যখন পাঞ্জাব উপনির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি।

আরও পড়ুন :

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh