• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন বিশ্ব রেকর্ড গড়েছে দুবাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

এক মাসে সবচেয়ে বেশি যাত্রী চলাচলের সুযোগ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আগস্ট মাসে এ বিমানবন্দরটি দিয়ে ৮৩ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করেছে। জুলাই মাসেও ৮০ লাখের কোটায় পৌঁছেছিল বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি। তবে সেটি আগের রেকর্ড ভাঙতে পারেনি।

রেকর্ড গড়া ৮৩ লাখ ৭০ হাজার যাত্রীর মধ্যে ভারতের যাত্রী ছিল ১০ লাখ ১২ হাজার ১২৪ জন, সৌদি আরবের ৬ লাখ ১৩ হাজার ৬১৮ জন, যুক্তরাজ্যের ৬ লাখ ৩ হাজার ৫৩১ জন, যুক্তরাষ্ট্রের ৩ লাখ ৬ হাজার ৭০১ জন এবং চীনের ২ লাখ ১৫ হাজার ২১১ জন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগের রেকর্ডটিও ছিল দুবাই বিমানবন্দরের। গত বছরের আগস্টে ৮২ লাখ ৩০ হাজার যাত্রী চলাচলের ব্যবস্থার মাধ্যমে রেকর্ড গড়ে বিমানবন্দরটি। অবশেষে এক বছরের মাথায় সেই রেকর্ড ভাঙল। গত আগস্টের চেয়ে চলতি বছরের আগস্টে ১ লাখ ৪০ হাজার যাত্রী বেশি চলাচল করেছে।

নতুন রেকর্ড সম্পর্কে দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেন, এটা আমাদের জন্য নতুন আরেকটি মাইলফলক। আমরা একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছি এবং সংখ্যাটিকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছি। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি।

দুবাই বিমানবন্দর হয়ে প্রতি মাসে গড়ে ৭৫ লাখ যাত্রী চলাচল করে। এ কারণেই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় শীর্ষে আছে এটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডনের হিথরো বিমানবন্দর। এটা দিয়ে মাসে ৬২ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করে।

আরও পড়ুন :

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh