• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেরুজালেমে আর্থিক সহায়তা কমিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৮, ১৮:৪৭

সৌদি আরব সরকার জেরুজালেমে আর্থিক সহায়তা কমিয়েছে। জেরুজালেমের এক কর্মকর্তা আল খালিজ অনলাইনকে জানান, মানবিক সাহায্য, শিক্ষা ও ত্রাণ প্রকল্প কমাতে শুরু করেছে সৌদি আরব।

জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকও জেরুজালেমের প্রতি আর্থিক সহায়তা কমিয়েছে। আগে শহরটিতে ৬ কোটি ডলার সহায়তা দিলেও বর্তমানে ৭০ লাখ ডলার দিচ্ছে তারা।

সৌদি আরব হঠাৎ করে কেন এমন পদক্ষেপ নিলো তা অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে জেরুজালেম কর্তৃপক্ষ। অবশ্য এর কারণ হিসেবে প্রাথমিকভাবে বলা হচ্ছে, সৌদি আরবের চলমান আর্থিক সংকটের কারণেই নাকি এমন হয়েছে।

জেরুজালেমের বাসিন্দারা সৌদি আরবের বর্তমান অবস্থানকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না। সৌদির এমন পদক্ষেপ সম্পর্কে জেরুজালেমের ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও তাদের সমর্থনকারী কিছু দেশ জেরুজালেমের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সৌদি আরবও চাইছে জেরুজালেমের বাসিন্দারা ইসরায়েলের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। এজন্যই আর্থিক সাহায্য কমানোর মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছে তারা।

প্রসঙ্গত, গত বছর প্রকাশিত আল কুদস ইন্টারন্যাশনাল ইন্সটিটিউশনের (কিউআইআই) প্রতিবেদন বলছে, জেরুজালেম বাসিন্দাদের দারিদ্র্যতার হার আগের চেয়ে ৮২ শতাংশ বেড়েছে। শহরটিতে বেকারত্বের হার বেড়েছে ৩১ শতাংশ যার মধ্যে ২৫ শতাংশই বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট।

আরও পড়ুন :

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানের আলো নেই জেরুজালেমের রাস্তায়
X
Fresh