• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চাদে বোকো হারামের ১৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭
চাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে (ফাইল ছবি)

লেক চাদের কাছে বোকো হারামের জঙ্গিদের হামলায় দুই সেনাসহ ছয়জন নিহত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে চাদের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর হামলায় বোকো হারামের ১৭ জন জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে। খবর আল-জাজিরার।

চাদের একটি নিরাপত্তা সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানায়, লেক চাদ এলাকার মৌসারম ও এনগুয়েলেয়ায় বোকো হারামের সদস্যদের হামলায় তিনজন বন কর্মকর্তা, একজন শুল্ক কর্মকর্তা এবং দুই সেনাসদস্য নিহত হয়। ওই সূত্র জানায়, চাদের সেনাবাহিনী পরে তাদের পাল্টা জবাব দেয়।

চাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বলেছেন, বোকো হারামের ১৭ জন সদস্য নিহত হয়েছে। তবে জানিয়েছেন, বোকো হারামের হামলায় চারজন নয় বরং তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

গেল ২২ জুলাই সবশেষ চাদে বোকো হারামের সদস্যরা হামলা চালায়। নাইজারের সীমান্তবর্তী দাবৌয়ার দক্ষিণে একটি গ্রামে চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে নাইজেরিয়ায় বোকো হারাম লড়াই শুরু করা পর পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও এর প্রভাব পড়ে। জঙ্গি এই গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
ভারতীয় স্কুলের বাচ্চাদের নাচে-গানে মাতালেন পপতারকা এড শিরান
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পাবনা
X
Fresh