• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোনেশিয়ায় ৪৭ আরোহী নিয়ে বিমান উপহ্রদে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০১

মাইক্রোনেশিয়ার চাক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি উপহ্রদে পতিত হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপকূল থেকে কিছুটা দূরে অগভীর জলরাশির ওপর পাপুয়া নিউ গিনির এয়ার নিউগিনি বিমান পড়ে রয়েছে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, এএনজি৭৩ ফ্লাইটে থাকা ৩৫ যাত্রী ও ১২ জন ক্রুর কেউই মারাত্মক আহত হয়নি।

কী কারণে ওই বিমান দুর্ঘটনায় পড়েছে তা স্পষ্ট নয় কিন্তু তদন্তকারীরা শিগগিরই এটি খতিয়ে দেখা শুরু করবে।

চাক বিমানবন্দরের ম্যানেজার জিমি এমিলিও বলেছেন, বিমানটি রানওয়ে থেকে ১৬০ গজ দূরে ওই উপহ্রদে পতিত হয়।

তিনি বলেন, কী হয়েছে সেটা এখনই বলতে পারছি না। আগামীকাল তদন্ত শুরু হবে কিন্তু এখনকার মতো বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।

এমিলিও আরও বলেন, বোয়িং ৭৩৭-৮০০ বিমানে থাকা সব আরোহীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আমার বিশ্বাস আরোহীদের মধ্যে কয়েকজন ‘সামান্য আহত’ হয়েছেন।

উল্লেখ্য, ওই বিমানটি মাইক্রোনেশিয়ার পনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh