• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বানরের বাঁদরামীতে মানুষে মানুষে সংঘর্ষ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৬, ০৯:০৫

একটি পোষা বানরকে কেন্দ্র করে লিবিয়ায় দুই গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। তবে এটাকে সংঘর্ষ না বলে যুদ্ধ বলাই সমুচিত। কারণ এ লড়াইয়ে ব্যবহার করা হয়েছে ট্যাংক, রকেট, মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্র। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সাভায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, একটি পোষা বানর এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়ে মাথার ওড়না খুলে ফেলে এবং তাকে খামচি দেয়। পরে মেয়েটির পরিবার ওই বানরটিকে শাস্তি দিতে চাইলে মালিকের পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বানরসহ ওই পরিবারের ৩ জন মারা যায়।

এরপর আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বানরের মালিক গুয়েদাদফা গোত্রের। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদাফিও এ গোত্রেরই সদস্য ছিলেন।

এদের সঙ্গে দীর্ঘদিন ধরে আওলাদ সুলেইমান গোত্রের বিবাদ চলছে।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh