• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ান হামলায় ১৫ সেনাসহ রুশ বিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫
আইএল-২০ বিমান

রাশিয়া জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত একটি রুশ সামরিক বিমান দুর্ঘটনাক্রমে ভূপাতিত করেছে। তবে ওই বিমানে থাকা ১৫ কর্মকর্তার মৃত্যুর জন্য ইসরায়েলের ওপর দায় চাপিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি জেট আইএল-২০ বিমানকে সোমবার সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাস্তায় যেতে বাধ্য করেছে। তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

স্থানীয় সময় রাত ১১টায় আইএল-২০ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়।

সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা ইসরায়েল সাধারণত স্বীকার করে না। তবে সম্প্রতি একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেছেন, গেল ১৮ মাসে সিরিয়ায় ২০০-র বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।