• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে পিএলও দপ্তরের কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২
ওয়াশিংটনে পিএলও মিশন (ফাইল ছবি)

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনীতিক মিশনের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনের ওপর চাপ দিতে সোমবার ওই মিশন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর টাইমস অব ইসরায়েলের।

গেল ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ওয়াশিংটনে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) মিশনের প্রধান হুসাম জমলুত এক ফেসবুক ভিডিওতে বলেন, আজ (বৃহস্পতিবার) কার্যক্রম স্থগিত করার শেষদিন।

ফিলিস্তিনি মিশন বন্ধ করে দিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে জমলুত এটিকে ‘দুর্ভাগ্যজনক এবং প্রতিশোধপরায়ণ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আমাদের দুটো অপশন দেয়: হয় তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে অথবা একটি জাতি হিসেবে আমাদের অধিকার হারাতে হবে।
-------------------------------------------------------
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফ্লোরেন্সের আঘাতে মা-শিশুসহ নিহত ৫
-------------------------------------------------------

জমলুত বলেন, আমাদের প্রেসিডেন্ট, নেতৃত্ব এবং ফিলিস্তিনের মানুষজন আমাদের অধিকারকে বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের মানুষ ‘বর্তমান অবস্থা নিয়ে চরমভাবে ভারাক্রান্ত’।

ফেসবুকের ভিডিও বার্তায় ‘গ্রেট আমেরিকান জনগণের’ উদ্দেশে জমলুত বলেন, আমি আশা করি খুব শিগগিরই ফিলিস্তিনি ও মার্কিনিদের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতীক এবং প্রতিফলন ফিরে আসবে।

এদিকে ওই মিশন বন্ধ করে দেয়ার নির্দেশের আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য ২০০ মিলিয়নের বেশি অর্থ সহায়তা বন্ধ করে। এছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-র তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন :

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
এবার ১০০ হাউজ অব ডেলিগেটসের সম্মাননা পেল ডব্লিউইউএসটি
যে ৬ মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত
ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh