• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসি’র বিচারকদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৭
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

যুক্তরাষ্ট্র বলছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেবে। আফগানিস্তানে মার্কিনিদের দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধে তদন্ত করা হলে আইসিসি’র বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক ভাষণে এই ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। হোয়াইট হাউজের যোগ দেয়ার পর এটি তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ।

জন বোল্টনের ওই ভাষণের খসড়া দেখতে পেরেছে ‍যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। ওই ভাষণে বোল্টন বলবেন, অবৈধ আদালতের অন্যায় বিচার প্রক্রিয়া থেকে আমাদের নাগরিক ও মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র যেকোনও উপায় অবলম্বন করবে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের জন্য আইসিসি’তে ফিলিস্তিনের প্রচেষ্টার কারণে ওয়াশিংটনে ফিলিস্তিন স্বাধীনতা সংস্থা (পিএলও)-র অফিস বন্ধ করে দেয়ার ঘোষণাও দিতে পারেন বোল্টন।