• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২১ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস গিরিখাতে পড়ে যাবার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন নয়জন। খবর এবিসি নিউজ।

স্থানীয় পুলিশের মুখপাত্র তানউউদো উইসনু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়।

এদিকে স্থানীয় হাসপাতালের মুখপাত্র তৌফিক জানান, বাস গিরিখাতে পড়ে যাবার ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। বাসে থাকা আরও নয়জন আরোহী গুরুতর আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এছাড়া বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছিলেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
X
Fresh