• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০২

চীনের ইউনান প্রদেশে শনিবার ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত করে। খবর বার্তা সংস্থা শিনহুয়া, এক্সপ্রেসের।

মোজিয়াং হানি স্বায়ত্তশাসিত কাউন্টিতে ওই ভূমিকম্পের আঘাতে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় বাসিন্দারা তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে উন্মুক্ত স্থানে অবস্থান নেয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ মাত্রার বললেও পরে তা ৫ দশমিক ৬ মাত্রায় নামিয়ে আনা হয়।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উঁচু ভবনের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। মোজিয়াং থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত কুনমিং।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার।

দক্ষিণপশ্চিম চীনে এক মাসের কম সময়ের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প। গেল ১৫ আগস্ট ইশি শহরের থনঘাই কাউন্টিতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ২৪ জন নিহত হয়।

ওই একই এলাকায় এর আগের দিন আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যদিও সেটির তীব্রতা ১৫ আগস্টের ভূমিকম্পের চেয়ে কম ছিল।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
রাজধানীতে চীনের মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
X
Fresh