• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রুশ তদন্তে ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩
স্ত্রী সিমোনা মানজিয়ান্তের সঙ্গে আদালতে হাজির হন জর্জ পাপাডোপোলাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ পাপাডোপোলাসকে মিথ্যা বলার দায়ে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ বছর বয়সী পাপাডোপোলাস ওয়াশিংটন ডিসি’র ওই আদালতে বলেন, তিনি একজন ‘দেশপ্রেমিক মার্কিনি’ যিনি মিথ্যা বলেন ভুল করেছেন। খবর বিবিসির।

শুক্রবারের ওই রায়ে পাপাডোপোলাসকে ১২ মাসের সুপারভাইজড মুক্তি, ২০০ ঘণ্টার কমিউনিটি সার্ভিস এবং নয় হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়।

আদালতে পাপাডোপোলাস বলেন, তার ‘পুরো জীবন উলট-পালট’ হয়ে গেছে এবং ‘তিনি আরও একটি সুযোগ’ পাওয়ার আশা করেন।

ট্রাম্পের সাবেক এই সহযোগী আরও বলেন, তদন্তের বৈশ্বিক প্রভাব রয়েছে এবং এটি সত্য বিষয়বস্তুর ওপরই করা হচ্ছে।