• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০

ব্রাজিলে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী স্যোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো। বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে বোলসোনারো হামলার শিকার হন। এ সময় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে ছিলেন তিনি। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর বোলসোনারোকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তাকে অন্তত সাত থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, আদেলিও ওবিসপো দে অলিভেইরা (৪০) নামে এক ব্যক্তিকে হামলাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে দেখে পাগল মনে হচ্ছে বলে গণমাধ্যমকে জানান কর্মকর্তারা।

আগামী মাসে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন। কট্টর ডানপন্থী দল স্যোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল। বোলসোনারোই ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলেও বিভিন্ন জনমত জরিপে আভাস মিলেছে।এরই মধ্যে হামলার শিকার হলেন তিনি।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
ময়মনসিংহে ৩ উপজেলায় বিএনপির ৮ প্রার্থী  
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh