• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্লিনটন প্রসঙ্গ উঠতেই অনুষ্ঠানস্থল ছাড়লেন মনিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০১

তাদের সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। ঘটনার এতোটা বছর পেরিয়ে গেছে, তারপরও ঘুরে ফিরে সেই একই আলোচনা, একই প্রশ্ন। তাই এবার যখন এক সাক্ষাৎকারে মনিকা লিউনস্কিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে তার সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয়, তখন তিনি চেয়ার ছেড়ে উঠে যান। খবর বিবিসির।

জেরুজালেমে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার বিপদ এবং ইতিবাচক দিক নিয়ে বক্তব্য দেয়ার সময় মনিকাকে ক্লিনটনের বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টু নিউজের অ্যাঙ্কর লেভি ইয়োনিত তাকে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে শান্তভাবে উঠে যান মনিকা।

পরে এক টুইটে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মনিকা বলেন- ‘অফ-লিমিট’ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে তাই উঠে গিয়েছি।

এদিকে চ্যানেল টু নিউজ মনিকাকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে মনিকার ‘স্পর্শকাতরতাকে’ সম্মান জানানোর কথা বলেছে গণমাধ্যমটি।

হোয়াইট হাউজের সাবেক ইন্টার্ন মনিকা বলেন, ক্লিনটনের সঙ্গে তার সম্পর্ক সাবেক প্রেসিডেন্টের দিক থেকে ‘ক্ষমতার চরম অপব্যবহার’। হোয়াইট হাউজের ইন্টার্ন থাকাকালে ২২ বছর বয়সী মনিকা তার চেয়ে ২৭ বছর বড় তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

এর আগে ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ারে মনিকা বলেন- গণমাধ্যম, অনলাইন এবং আদালতে ‘জনসম্মুখে অপদস্থ এবং একঘরে’ করার পর তার পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ধরা পড়ে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh