• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আরিফুর রেহমান আলভি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩

পাকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আরিফুর রেহমান আলভি । তিনি ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টির প্রার্থী ছিলেন।

দেশটির জাতীয় সংসদ, সংসদের উচ্চকক্ষ সিনেট ও চারটি প্রাদেশিক পরিষদে আজকের ভোটাভুটির ফল গণনা শেষে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে বলে কথা থাকলেও পাকিস্তানের গণমাধ্যম এরইমধ্যে বেসরকারি ফলাফল জানিয়ে দিয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে আরিফুর রেহমান ২১২ ভোট, জমিয়তে উলামায়ে ইসলামির ফজলুর রহমান ১৩১ ভোট এবং পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান ৮১ ভোট পেয়েছেন।

বেসরকারি ফলাফল ঘোষিত হওয়ার পর আরিফ আলভি সন্তোষ প্রকাশ করে ‘এত বড় দায়িত্ব’ দেয়ায় তেহরিকে ইনসাফ দলের নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালনের সময় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন এবং তাদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন আরিফুর রেহমান। আগামী ৮ সেপ্টেম্বর বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইনের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাইবার পাখতুনখোয়ায় সিনেট নির্বাচন পেছাতে পারে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ৫ শিক্ষক 
ড. ইউনূসের পক্ষে ১২ মার্কিন সিনেটরের চিঠি কি অজ্ঞতাপ্রসূত?
১২ সিনেটরের উদ্দেশ্যে কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানের চিঠি
X
Fresh