• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ঝাড়ুদার-মেথরের পদ শুধু অমুসলিমদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৪

‘সুতরাং, পাকিস্তানে ঝাড়ুদার ও মেথরের চাকরি পাওয়ার জন্য আপনাকে অমুসলিম হতে হবে। আপনাদের কাজ মলত্যাগ করা আর আমাদের কাজ তা পরিষ্কার করা।’

গত বৃহস্পতিবার(৩০ আগস্ট ২০১৮) কপিল দেব নামের একজন পাকিস্তানি মানবাধিকার কর্মী তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে কথাগুলো লেখেন।

পোস্টটিতে তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনে প্রকাশিত পাকিস্তান রেঞ্জার্সের সিন্ধু বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিও জুড়ে দেন।

গত ২৬ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, নন-কম্ব্যাট্যান্ট ক্যাটাগরিতে মেথর পদের জন্য শুধু অমুসলিমদেরকে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনে বর্ণবাদী বিজ্ঞপ্তিটি কঠোরভাবে সমালোচিত হচ্ছে।

কপিলের পোস্টে অ্যাডভোকেট কাদির জানজুয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়েছে, এটা পাকিস্তানের সংবিধানের ২৫(নাগরিকদের সমতার) এবং ৩৬(সংখ্যালঘুদের অধিকার রক্ষা) অনুচ্ছেদের লঙ্ঘন।

আহসান রশিদ নামের অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়েছে, চাকরির বিজ্ঞপ্তিতে থেকে ধর্মীয় পৃথকীকরণ বিলুপ্তি হওয়া উচিত।

সিনেটর আয়েশা রাজা ফারুক নামের আরেকটি অ্যাকাউন্টের মন্তব্য, লজ্জাজনক! আশা করছি সিন্ধু সরকার এদিকে নজর দেবে।

কে/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh