• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বোকো হারামের হামলায় ৩০ নাইজেরীয় সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৮
ফাইল ছবি

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি শনিবার জানিয়েছে, বোকো হারামের কয়েক ডজন যোদ্ধা বোর্নো প্রদেশের জারি গ্রামের সেনাঘাঁটিতে বৃহস্পতিবার হামলা চালায়। এসময় তারা কিছু সময়ের জন্য ওই সেনাঘাঁটি দখল করে নেয়। খবর আল-জাজিরার।

নাইজেরিয়া সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, তারা ট্রাকে করে এসেছিল। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল এবং সেনাসদস্যদের সঙ্গে বোকো হারামের যোদ্ধাদের এক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বোকো হারামের যোদ্ধাদের হামলায় সেনাসদস্যরা সাময়িক সময়ের জন্য ঘাঁটি থেকে সরে যায়। পরে তাদের সাহায্যার্থে আরও সেনাসদস্য পাঠানো হয়।

আরেকজন সেনা কর্মকর্তা বলেন, বোকো হারামের জঙ্গিরা সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র নিয়ে নেয়। তবে বিমান হামলার মাধ্যমে তাদের ঘাঁটি থেকে হটিয়ে দেয়া হয়।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলায় বোকো হারামের বহু জঙ্গি নিহত হয়েছেন।

এদিকে নিকটবর্তী গারুন্ডা গ্রাম থেকে বোকো হারামের জঙ্গিরা এই ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে গারুন্ডা গ্রামের সেনাঘাঁটিতে বোকো হারামের জঙ্গিদের হামলায় ১৭ সেনাসদস্য নিহত এবং আরও ১৪ জন আহত হয়।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে বোর্নো প্রদেশে জঙ্গি হামলা চালাচ্ছে বোকো হারাম। ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠীটি তাদের লড়াই শুরু করার পর এখন পর্যন্ত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন আরও ২০ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh