• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে তহবিল দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৭
ইউএনআরডব্লিউএ’র অর্থায়নে পরিচালিত একটি স্কুল (ফাইল ছবি)

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে সব তহবিল দেয়া বন্ধ করছে। তারা বলছে, জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ‘অবিশ্বাস্যভাবে ত্রুটিপূর্ণ’। খবর বিবিসির।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট বলেছেন, মার্কিন প্রশাসন এই ইস্যু ‘সতর্কভাবে পর্যালোচনা’ করেছে এবং ‘ইউএনআরডব্লিউএ-তে অতিরিক্ত তহবিল দেবে না।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র জানিয়েছেন, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি ‘হামলা’।

ওই মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, এ ধরনের পদক্ষেপে এই বাস্তবতার পরিবর্তন হবে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই এবং একটি সমাধান প্রক্রিয়ার কোনও অংশ নয়।