• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোয় টেলিভিশন সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ আগস্ট ২০১৮, ১৪:৪২

মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে একজন টেলিভিশন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার অফিস কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি, নিউভিশনের।

গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝুঁকিপূর্ণ মেক্সিকোতে এ নিয়ে চলতি বছর ১৮ সাংবাদিককে হত্যা করা হয়েছে।

জ্যাভিয়ার এনরিক রদ্রিগুয়েজ ভালাদারেস নামের ওই সাংবাদিক চ্যানেল ১০ এর ক্যামেরাম্যান ও সাংবাদিক ছিলেন।

এনরিকের অফিস থেকে বলা হয়েছে, তার পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : টোকিও’র রাস্তায় বিশ্বের প্রথম স্বচালিত ট্যাক্সি
-------------------------------------------------------

কানকুন থেকে খবরে বলা হয়েছে, নগরীর মধ্যাঞ্চলে অপর এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।

স্থানীয় কর্মকর্তারা এখনও এই ব্যাপারে কিছু জানাননি।

চলতি বছর কানকুনে ভ্যালাডেরেসকে নিয়ে দুইজন সাংবাদিক সহিংস হামলায় নিহত হলেন। এর আগে গেল মাসেই প্লায়া দেল কারমেনে একটি বারের বাইরে প্লায়া নিউজ উইকলির সাংবাদিক রুবেন প্যাটকে গুলি করে হত্যা করা হয়। এই এলাকাটি পর্যটন কেন্দ্র থেকে খুব একটা দূরে নয়।

উল্লেখ্য, মাদক সহিংসতায় জর্জরিত মেক্সিকোয় গেল বছর ১১ জন সাংবাদিককে হত্যা হয়।

বিভিন্ন বাক স্বাধীনতা সংস্থার তথ্যানুযায়ী, মেক্সিকোয় গেল ২০০০ সাল থেকে এখন পর্যন্ত একশ’র বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বেশির ভাগেরই কোনও বিচার হয়নি বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
মেক্সিকোতে সমুদ্র সৈকতে ৮ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
মেক্সিকোতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের সব যাত্রী নিহত
X
Fresh