• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে এরদোয়ানের মূর্তি অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ আগস্ট ২০১৮, ০৯:৫৫
প্রেসিডেন্ট এরদোয়ানের এই মূর্তিকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়

জার্মানির একটি শহর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের একটি মূর্তি সরিয়ে নেয়া হয়েছে। সমর্থক এবং সমালোচকদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির পর এরদোয়ানের ১৩ ফুট উঁচু সোনালী রঙের মূর্তিটি সরিয়ে নেয় ভিসবাডেন শহরের কর্তৃপক্ষ। খবর বিবিসির।

একটি আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মূর্তিটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রদর্শনের জন্য জনসমক্ষে আনার পর অজ্ঞাতনামা লোকজন এর গায়ে বড় করে "তুর্কি হিটলার" লিখে রেখে যায়। আর তা নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়লে আয়োজকরা মূর্তিটি সরিয়ে নেন।

ভিসবাডেন ফেস্টিভ্যালের এবারকার থিম ‘ব্যাড নিউজ’ বা দুঃসংবাদ। আয়োজকরা বলছেন, সুস্থ আলোচনা-বিতর্ক শুরু হবে এই আশায় তারা এরদোয়ানের মূর্তিটি তৈরি করেছিলেন।

কিন্তু এই মূর্তি নিয়ে পরে এরদোয়ানের সমর্থক এবং বিরোধীদের মধ্যে তর্ক-বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

শহরের কাউন্সিলর অলিভার ফ্রাঞ্জ বলেন, কিছু মানুষের হাতে ধারালো অস্ত্র ছিল।

পরে পুলিশ এবং শহরের মেয়রের মধ্যে এক বৈঠকের পর নিরাপত্তার খাতিরে মূর্তিটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : সু চির নোবেল পুরস্কার ছিনিয়ে নেয়া হবে না: নোবেল কমিটি
-------------------------------------------------------

জার্মানিতে উল্লেখযোগ্য সংখ্যায় তুর্কি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। তাদের মধ্যে এরদোয়ানের সমর্থক যেমন রয়েছে, বিরোধীও রয়েছে অনেক।

গত বছর তুরস্কে এক গণভোটের আগে জার্মানিতে তার প্রচার করতে না দেয়ায় জার্মান সরকারের সঙ্গে এরদোয়ানের সম্পর্ক দারুণ খারাপ হয়ে যায়। সেসময় এরদোয়ান জার্মান মন্ত্রীদের নাৎসিদের সঙ্গে তুলনা করলে জার্মানিতে তীব্র ক্ষোভ তৈরি হয়।

অবশ্য আগামী মাসের শেষ সপ্তাহে এক রাষ্ট্রীয় সফরে জার্মানিতে আসার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরুন : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh