• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রশান্ত মহাসাগরে ৭.১ মাত্রার ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ আগস্ট ২০১৮, ১৬:০৩

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ফিজি, নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াতুর উপকূলের এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বুধবার জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০মিনিটে নিউ ক্যালিডোনিয়ার উপকূল থেকে দূরে সাত দশমিক এক মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর লয়ালটি দ্বীপে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে।

সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিজি, নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াতুর কিছু উপকূলে ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। তবে আরও ছোট ছোট ঢেউ অন্যান্য দ্বীপে আছড়ে পড়তে পারে বলেও জানিয়েছে সতর্কতা কেন্দ্র।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ইতোমধ্যে ‘কিছু ছোট সুনামি ঢেউ পরিলক্ষিত’ হয়েছে।

তারা জানাচ্ছে, উপকূলবর্তী মানুষজনদের সতর্ক থাকবে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া বাড়তি কোনও পদক্ষেপ নেয়া জরুরি নয় বলে জানিয়েছে সতর্কতা কেন্দ্র।

অস্ট্রেলিয়ার ভূতত্ত্ব বিষয়ক প্রতিষ্ঠান জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, পুরো নিউ ক্যালেডোনিয়া জুড়েই কম্পন অনুভূত হতে পারে।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
X
Fresh