• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে হোটেলে আগুন, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ আগস্ট ২০১৮, ১৫:৪৮

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ১৮ জন। ২৫ আগস্ট শনিবার সকালে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। খবর দ্য স্ট্রেইট টাইমস।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, চারতলা ভবনটিতে শনিবার ভোর ৪ টা ৩৬ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শনিবার (২৫ আগস্ট) সকালে ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ এখনও চলছে। কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

উল্লেখ্য, প্রায়ই চীনের হোটেলেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব হোটেলগুলোতে অগ্নি নিরাপত্তা একদমই দুর্বল। সম্প্রতি এপ্রিলে চীনের দক্ষিণাঞ্চলের একটি হোটেলে ১৮ জন নিহত ও ৫ জন আহত হয়। গত বছর নভেম্বরে বেইজিংয়ে একটি বোর্ডিংয়ে অগ্নিকাণ্ডে ১৯ নিহত হন।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
X
Fresh